View this in:
জন গণ মন
জন গণ মন অধিনাযক জযহে!
ভারত ভাগ্য বিধাতা!
পংজাব, সিংধু, গুজরাত, মরাঠা,
দ্রাবিড, উত্কল, বংগ!
বিংধ্য, হিমাচল, যমুনা, গংগ,
উচ্চল জলধিতরংগ!
তব শুভনামে জাগে!
তব শুভ আশিষ মাগে!
গাহে তব জয গাথা!
জনগণ মংগলদাযক জযহে ভারত ভাগ্যবিধাতা!
জযহে! জযহে! জযহে! জয জয জয জযহে!