http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home Song Lyrics V

Song Name: Vidyara Vilase

Official Name: Dainya Song 2

Author: Bhaktivinoda Thakura

Book Name: Saranagati

Language: Bengali

 

A

 

LYRICS:

()

বিদ্যার বিলাসে, কাটাইনু কাল,

পরম সাহসে আমি

তোমার চরণ, না ভজিনু কভু,

এখন শরণ তুমি

 

()

পড়িতে পড়িতে, ভরসা বারিল,

জ্ঞানে গতি হবে মানি

সে আশা বিফল, সে জ্ঞান দুর্ব্বল,

সে জ্ঞান অজ্ঞান জানি

 

()

জড-বিদ্যা জত, মাযার বৈভব,

তোমার ভজনে বাধা

মোহ জনমিযা, অনিত্য সংসারে,

জীবকে করযে গাধা

 

()

সেই গাধা যে, সংসারের বোঝা,

বহিনু অনেক কাল

বার্ধক্যে এখন, শক্তির অভাবে,

কিছু নাহি লাগে ভাল

 

()

জীবন জাতনা, হৈল এখন,

সে বিদ্যা অবিদ্যা ভেল

অবিদ্যার জ্বালা, ঘটিল বিষম,

সে বিদ্যা হৈল শেল

 

()

তোমার চরণ, বিনা কিছু ধন,

সংসারে না আছে আর

ভকতিবিনোদ, জড-বিদ্যা ছাড়ি,’

তুয়া পদ করে সার

 

UPDATED: September 18, 2015