http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home Song Lyrics T

Song Name: Tuwa Bhakti Anukula

Official Name: Bhakti Anukula Matra Karyera Svikara Song 1

Author: Bhaktivinoda Thakura

Book Name: Saranagati

Language: Bengali

 

A

 

LYRICS:

()

তুয়া-ভক্তি-অনুকূল যে-যে কার্য হয়

পরম-যতনে তাহা করিব নিশ্চয়

 

()

ভক্তি-অনুকূল যত বিষয় সংসারে

করিব তাহাতে রতি ইন্দ্রিয়ের দ্বারে

 

()

শুনিব তোমার কথা যতন করিয়া

দেখিব তোমার ধাম নয়ন ভরিয়া

 

()

তোমার প্রসাদে দেহ করিব পোষন

নৈবেদ্য-তুলসী-ঘ্রান করিব গ্রহন

 

()

কর-দ্বারে করিব তোমার সেবা সদা

তোমার বসতি-স্থলে বসিব সর্বদা

 

()

তোমার সেবায় কাম নিয়োগ করিব

তোমার বিদ্বেষি-জনে ক্রোধ দেখাইব

 

()

এই-রূপে সর্ব-বৃত্তি আর সর্ব-ভাব

তুয়া অনুকূল হয়ে লভুক প্রভাব

 

()

তুয়া ভক্ত-অনুকূল যাহা যাহা করি

তুয়া ভক্তি-অনুকূল বলিতাহা ধরি

 

()

ভকতিবিনোদ নাহি জানে ধর্মাধর্ম

ভক্তি-অনুকূল তার হৌ সব কর্ম

 

UPDATED: January 6, 2017