http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home Song Lyrics T

Song Name: Tumi To Doyara Sindhu

Official Name: Song 3

Author: Narottama Dasa Thakura

Book Name: Prema Bhakti Candrika

Language: Bengali

 

A

 

LYRICS:

()

তুমি দয়ার সিন্ধু, অধম জনার বন্ধু,

মোহে প্রভো! কর অবধান

পড়িনু অসত ভলে, কাম তিমিঙ্গিলে গিলে,

ওহে নাথ! কর পরিত্রাণ!

 

()

যাবত জনম মোর, অপরাধে হৈনু ভর,

নিষ্কপটে না ভজিনু তোমা

তথাপি তুমি সে গতি, না ছাড়িহ প্রাণপতি

আমা সম নাহিক অধমা

 

()

পতিত পাবন নাম, ঘোষণা তোমার শ্যাম,

উপেখিলে নাহি মোর গতি

যদি হৈ অপরাধী, তথাপিহ তুমি গতি,

সত্য সত্য যেন সতী পতি

 

()

তুমি পরম দেবা, নাহি মোরে উপেখিবা,

শুন শুন পরাণের ঈশ্বর

যদি করি অপরাধ, তথাপিহ তুমি নাথ,

সেবা দিয়ে কর অনুচর

 

()

কাম মোর হত চিত্ত, নাহি মানে নিজ হিত,

মনের না ঘুচে দুর্বাসনা

মোরে নাথ অঙ্গীকুরু, ওহে বাঞ্ছা কল্পতরু

করুণা দেখুক সর্ব জনা

 

()

মো সম পতিত নাই, ত্রিভুবনে দেখো চাই,

নরোত্তম পাবন নাম ধর

ঘুষুক সংসারে নাম, পতিত পাবন শ্যাম,

নিজ দাস কর গিরিধর!

 

()

নরোত্তম বড় দুঃখী, নাথ! মোরে কর সুখী,

তোমার ভজন সঙ্কীর্তনে

অন্তরায় নাহি যায়, এই পরম ভয়,

নিবেদন করি অনুক্ষণ

 

UPDATED: July 20, 2016