http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home Song Lyrics S

Song Name: Sri Krsna Caitanya Prabhu Jive Doya Kori

Official Name: Saranagati Introduction

Author: Bhaktivinoda Thakura

Book Name: Saranagati

Language: Bengali

 

A

 

LYRICS:

()

শ্রী-কৃষ্ণ-চৈতন্য প্রভু জীবে দয়া করি

স্ব-পার্ষদ স্বীয় ধাম সহ অবতরি

 

()

অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান

শিখায় শরণাগতি ভকতের প্রান

 

()

দৈন্য, আত্ম-নিবেদন, গোপ্তৃত্বে বরণ

অবশ্য রক্ষীবে কৃষ্ণ’-বিশ্বাস, পালন

 

()

ভকি-অনুকূল-মাত্র কার্যের স্বীকর

ভক্তি-প্রতিকূল-ভাব বর্জনাঙ্গিকার

 

()

ষড-অঙ্গ শরণাগতি হৈবে যাহার

তাহার প্রার্থনা শুনে শ্রী-নন্দ-কুমার

 

()

রূপ-সনাতন-পদে দন্তে তৃণ করি

ভকতিবিনোদ পড়ে দুহুঁ পদ ধরি

 

()

কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তোঅধম

শিখায়ে শরণাগতি কর হে উত্তম 

 

UPDATED: August 28, 2016