http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home Song Lyrics P

Song Name: Prabhu Tava Pada Yuge

Official Name: Siksastakam Song 4

Author: Bhaktivinoda Thakura

Book Name: Gitavali

Language: Bengali

 

A

 

LYRICS:

()

প্রভু তব পদ-যুগে মোর নিবেদন

নাহি মাগি দেহ-সুখ, বিদ্যা, ধন, জন

 

()

নাহি মাগি স্বর্গ, আর মোক্ষ নাহি মাগি

না করি প্রার্থনা কোন বিভূতির লাগি

 

()

নিজ-কর্ম-গুন-দোষে যে যে জন্ম পায়

জন্মে জন্মে যেন তব নাম-গুন গায়

 

()

এই মাত্র আশা মম তোমার চরণে

অহৈতুকী ভক্তি হৃদে জাগে অনুক্ষনে

 

()

বিষয়ে যে প্রীতি এবে আছয়ে আমার

সেই-মত প্রীতি হৌক চরণে তোমার

 

()

বিপদে সম্পদে তাহা থাকুক সম-ভাবে

দিনে দিনে বৃদ্ধি হৌক নামের প্রভাবে

 

()

পশু-পক্ষি য়ে থাকি স্বর্গে বা নিরয়ে

তব ভক্তি রহু ভক্তিবিনোদ-হৃদয়ে

 

UPDATED: January 5, 2017