Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ O
Song Name: Ore Nila Jamunar Jol
Official Name: None
Author: Traditional
Book Name: None
LYRICS:
(অস্থয়ী)
ওরে নীল যমুনার জল
বলরে মোরে বল,
কোথায় ঘনশ্যাম
আমার কৃষ্ণ ঘনশ্যাম
(১)
আমি বহু আশায়
বুক বেঁধে যে এলাম
এলাম ব্রজধাম
(২)
তোর কোন কূলে কোন বনের মাঝে
আমার কানুর বেনু বাজে
(আমি)কোথায় গেলে শুনতে পাবো
রাধা রাধা নাম
(৩)
আমি শুধাই ব্রজের ঘরে ঘরে
কৃষ্ণ কোথায় বল
কেন কেউ কহেনা কথা
(হেরি)সবার চক্ষে জল
(৪)
বলরে আমার শ্যামল কোথায় ?
কোন মথুরায় কোন দ্বারকায় ?
(বাজে)বৃন্দাবনের কোন পথে তার
নূপুর অভিরাম
UPDATED: June 7, 2017