http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home Song Lyrics N

Song Name: Nitai Pada Kamala

Official Name: Nityananda Nistha Song 1; Mana Siksa

Author: Narottama Dasa Thakura

Book Name: Prarthana

Language: Bengali

 

A

 

LYRICS:

()

নিতাই-পদ-কমল, কোটি-চন্দ্র-সুশীতল

যে ছায়ায় জগত জুড়ায়

হেন নিতাই বিনে ভাই, রাধা-কৃষ্ণ পাইতে নাই

দৃঢ করিধর নিতাইর পায়

 

()

সে সম্বন্ধ নাহি যা, বৃথা জন্ম গেল তা

সেই পশু বর দুরাচার

নিতাই না বলিল মুখে, মজিল সংসার-সুখে

বিদ্যা-কুলে কি করিবে তার

 

()

অহঙ্কারে মত্ত হৈয়া, নিতাই-পদ পাসরিয়া

অসত্যেরে সত্য করি মানি

নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা-কৃষ্ণ পাবে

ধর নিতাই-চরণ দুখানি

 

()

নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য

নিতাই-পদ সদা কর আশ

নরোত্তম বড় দুখী, নিতাই মোরে কর সুখী

রাখো রাঙ্গা-চরণের পাশ

 

UPDATED: October 6, 2015