http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home Song Lyrics N

Song Name: Narada Muni Bajay Vina

Official Name: Namastakam Song 8

Author: Bhaktivinoda Thakura

Book Name: Gitavali

Language: Bengali

 

A

 

LYRICS:

()

নারদ মুনি, বাজায় বীণা

রাধিকা-রমণ’-নামে

নাম অমনি, উদিত হয়,

ভকত-গীতা-সামে

 

()

অমিয়-ধারা, বরিষে ঘন,

শ্রবণ-যুগলে গিয়া

ভকত জন, সঘনে নাচে,

ভরিয়া আপন হিয়া

 

()

মাধুরী-পূর, আসব পশি’,

মাতায় জগত-জনে

কেহো বা কান্দে, কেহো বা নাচে,

কেহো মাতে মনে মনে

 

()

পঞ্চ-বদন, নারদে ধরি’,

প্রেমের সঘন রোল

কমলাসন, নাচিয়া বলে,

বল বল হরি বল

 

()

সহস্রানন, পরম-সুখে,

হরি হরিবলিগায়

নাম-প্রভাবে, মাতিল বিশ্ব,

নাম-রস সবে পায়

 

()

শ্রী-কৃষ্ণ-নাম, রসনে স্ফুরি’,

পূরা আমার আশ

শ্রী-রূপ-পদে, যাচয়ে ইহা,

ভকতিবিনোদ-দাস

 

UPDATED: October 6, 2015