http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home Song Lyrics J

Song Name: Jaya Jaya Goracander Arotik

Official Name: Arati Kirtana Song 2 (Gaura Arotik)

Author: Bhaktivinoda Thakura

Book Name: Gitavali

Language: Bengali

 

A

 

LYRICS:

()

(কিব) জয় জয় গোরাচাঁদের আরতিক শোভা

জাহ্নবী-তট-বনে জগ-মন-লোভা

জগ-জন-মন-লোভা

 

(অন্তরা )

(গৌরাঙ্গের আরতিক শোভা

জগ-জন-মন-লোভা)

 

()

দক্শিণে নিতাইচাঁদ, বামে গদাধর

নিকটে অদ্বৈত, শ্রীনিবাস ছত্র-ধর

 

(অন্তরা )

(গৌরাঙ্গের আরতি করে)

(ব্রহ্মা আদি-দেব গণে গৌরাঙ্গের আরতি করে)

(গৌর কৃপা পাব বলে গৌরাঙ্গের আরতি করে)

(গৌর কৃপ পাব বলে গৌরাঙ্গের আরতি করে)

(নিতাই গৌর হরি বোল)

 

()

বসিয়াছে গোরাচাঁদ রত্ন-সিংহাসনে

আরতি করেন ব্রহ্মা-আদি দেব-গণে

 

()

নরহরি-আদি করিচামর ধুলায়

সঞ্জয়-মুকুন্দ-বাসু-ঘোষ-আদি গায়

 

()

শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল

মধুর মৃদঙ্গ বাজে পরম রসাল

 

(অন্তরা )

(শন্খ বাজে ঘণ্টা বাজে মধুর মধুর মধুর বাজে)

(গৌরাঙ্গের আরতি কালে, মধুর মধুর মধুর বাজে)

(গৌরাঙ্গের আরতি কালে, মধুর মধুর মধুর বাজে)

(মধুর মৃদঙ্গ বাজে মধুর মধুর মধুর বাজে)

 

()

বহু-কোটি চন্দ্র জিনিবদন উজ্জ্বল

গল-দেশে বন-মালা করে ঝলমল

 

()

শিব-শুক-নারদ প্রেমে গদ-গদ

ভকতিবিনোদ দেখে গৌরার সম্পদ

 

(অন্তরা )

(ভজ গৌর প্রেমে গদ গদরে শিব-শুক-নারদ প্রেমে গদ-গদ)

(ভজ গৌর প্রেমে গদ গদরে শিব-শুক-নারদ প্রেমে গদ-গদ)

(ঠাকুর) ভকতিবিনোদ দেখে গৌরার সম্পদ

 

(অন্তরা )

(এই বার আমায় দয়া কর)

(ঠাকুর শ্রী ভক্তিবিনোদ এই বার আমায় দয়া কর)

(ঠাকুর শ্রী সরস্বতী এই বার আমায় দয়া কর)

(পতিত-পাবন শ্রী গুরুদেব এই বার আমায় দয়া কর)

(সপার্শ্শদ গৌর হরি এই বার আমায় দয়া কর)

(নিতাই গৌর হরি বোল)

 

UPDATED: October 7, 2015