http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home Song Lyrics H

Song Name: Harinama Tuwa Anek Swarupa

Official Name: Sri Namastaka Song 5

Author: Bhaktivinoda Thakura

Book Name: Gitavali

Language: Bengali

 

A

 

LYRICS:

()

হরিনাম, তুয়া অনেক স্বরূপ

যশোদা-নন্দনআনন্দ-বর্ধন,

নন্দ-তনয় রস-কূপ

 

()

পূতনা-ঘাতনতৃনাবর্ত-হন,

শকট-ভঞ্জন গোপাল

মুরলী-বদনঅঘ-বক-মর্দন,

গোবর্ধন-ধারী রাখাল

 

()

কেশী-মর্দনব্রহ্ম-বিমোহন,

সুরপতি-দর্প-বিনাশী

অরিষ্ট-পাতনগোপী-বিমোহন,

যমুনা-পুলিন-বিলাসী

 

()

রাধিকা-রঞ্জনরাস-রসায়ন,

রাধা-কুণ্ড-কুঞ্জ-বিহারী

রাম, কৃষ্ণ, হরিমাধব, নরহরি,

মত্স্যাদি-গণ-অবতারী

 

()

গোবিন্দ, বামনশ্রী-মধুসূদন,

যাদব-চন্দ্র, বনমালী

কালিয়-শাতনগোকুল-রঞ্জন,

রাধা-ভজন-সুখ-শালী

 

()

ইত্যাদিক নামস্বরূপে প্রকাম,

বাডুক মোর রতি রাগে

রূপ-স্বরূপ-পদজানিনিজ সম্পদ,

ভক্তিবিনোদ ধরিমাগে

 

UPDATED: August 14, 2017