http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home Song Lyrics G

Song Name: Gurudeva Krpa Bindu Diya

Official Name: Bhajana Lalasa Song 11

Author: Bhaktivinoda Thakura

Book Name: Saranagati

Language: Bengali

 

A

 

LYRICS:

()

গুরুদেব!

কৃপা-বিন্দু দিয়া, করএই দাসে,

তৃণাপেখা অতি হীন

সকল সহনে, বল দিয়া কর’,

নিজ-মানে স্পৃহা-হীন

 

()

সকলে সম্মান করিতে শকতি,

দেহনাথ! যথাযথ

তবে গাইব, হরি-নাম-সুখে,

অপরাধ বে হত

 

()

কবে হেন কৃপা, লভিয়া জন,

কৃতার্থ হৈবে, নাথ!

শক্তি-বুদ্ধি-হীন, আমি অতি দীন,

করমোরে আত্ম-সাথ

 

()

জোগ্যতা-বিচারে, কিছু নাহি পাই,

তোমার করুণা-সার

করুণা না হৈলে, কান্দিয়া কান্দিয়া,

প্রাণ না রাখিব আর

 

UPDATED: October 6, 2015