http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home Song Lyrics G

Song Name: Gopinath Amar Upaya

Official Name: Upalabdhi Vijnapti Song 3

Author: Bhaktivinoda Thakura

Book Name: Kalyana Kalpataru

Language: Bengali

 

A

 

LYRICS:

()

গোপীনাথ, আমার উপায় নাই

তুমি কৃপা করি, আমারে লৈলে,

সংসারে উদ্ধার পাই

 

()

গোপীনাথ, পরেছি মাযার ফেরে

ধন, দার, সুত, ঘিরেছে আমারে,

কামেতে রেখেছে জেরে

 

()

গোপীনাথ, মন জে পাগল মোর

না মানে শাসন, সদা অচেতন,

বিষযে যেছে ঘোর

 

()

গোপিনাথ, হার জে মেনেছি আমি

অনেক জতন, হৈল বিফল,

এখন ভরসা তুমি

 

()

গোপীনাথ, কেমনে হৈবে গতি

প্রবল ইন্দ্রিয়, বশী-ভূত মন,

না ছারে বিষয়-রতি

 

()

গোপীনাথ, হৃদযে বসিযা মোর

মনকে শমিযা, লহ নিজ পানে,

ঘুচিবে বিপদ ঘোর

 

()

গোপীনাথ, অনাথ দেখিযা মোরে

তুমি হৃষীকেশ, হৃষীক দমিযা,

তারহে সংসৃতি-ঘোরে

 

()

গোপীনাথ, গলায় লেগেছে ফাস

কৃপা-অসি ধরি’, বন্ধন ছেদিযা,

বিনোদে করহ দাস

 

UPDATED: October 5, 2015