http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home Song Lyrics D

Song Name: Dusta Mana

Official Name: Vaisnava Ke

Author: Bhaktisiddhanta Sarasvati Thakura

Book Name: None

Language: Bengali

 

A

 

()

দুষ্ট মন! তুমি কিসের বৈষ্ণব

প্রতিষ্ঠার তরে, নির্জ্জনের ঘরে,

তবঅরি নামকেবলকৈতব"

 

()

জড়ের প্রতিষ্ঠা, শুকরের বিষ্ঠা,

জান না কি তাহামায়ার বৈভব

কনক-কামিনী, দিবস-যামিনী

ভাবিয়া কি কাজ, অনিত্য সে সব

 

()

তোমার কনক, ভোগের জনক,

কনকের দ্বারে সেবহমাধব

কমিনীর কাম, নহে তব ধাম

তাহার--মালিক কেবলযাদব

 

()

প্রতিষ্ঠা-তরু, জড়-মায়া-মরু,

না পেলরাবণযুঝিয়ারাঘব

বৈষ্ণবৈ প্রতিষ্ঠা, তাতে কর নিষ্ঠা,

তাহা না ভজিলে লভিবে রৌরব

 

()

হরিজন-দ্বেষ, প্রতিষ্ঠাশ-ক্লেশ,

কর কেন তবে তাহার গৌরব

বৈষ্ণবের পাছে, প্রতিষ্ঠাশ আছে,

তাতে কভু নহেঅনিত্য-বৈভব

 

()

সে হরি-সম্বন্ধ, শূন্য-মায়াগন্ধ

তাহা কভু নয়জড়ের কৈতব

প্রতিষ্ঠা-চন্ডালী, নির্জ্জনতা-জালি,

উভযে জানিহ মায়িক রৌরব

 

()

কীর্ত্তন ছাড়িব, প্রতিষ্ঠা মাখিব”,

কি কাজ ঢুডিয়া তাদৃশ গৌরব

মধবেন্দ্র পুরি, ভব-ঘরে চুরি,

না করিল কভু সদাই জানব

 

()

তোমার  প্রতিষ্ঠা,--- “শুকরের বিষ্ঠা”,

তার-সহ সম কভু না মানব

মত্সরতা-বশে তুমি জদরসে

মজেছে-ছাড়িয়া কীর্ত্তন-সৌষ্ঠব

 

()

তাই দুষ্ট মন, “নির্জ্জন ভজন,”

প্রচারিছ ছলেকুযোগী-বৈভব

প্রভু সনাতনে, পরম যতনে,

শিক্ষা দিল যাহা, চিন্ত সেই সব

 

(১০)

সেই দুতি কথা, ভুলনা সর্ব্বথা

উচ্চৈঈ স্বরে করহরি নাম-রব

ফল্গুআরযুক্ত”, “বদ্ধআরমুক্ত,”

কভু না ভবিহ, একাকার সব

 

(১১)

কনক-কমিনী,  “প্রতিষ্ঠা-বাঘিনী”,

ছাড়িয়াছে যারে, সেই বৈষ্ণব

সেইঅনাসক্ত”, সেইশুদ্ধ ভক্ত”,

সণ্সার তথা পায় পরাভব

 

(১২)

যথা যোগ্য ভোগ, নাহি তথা রোগ

অনাসক্তসেই, কি আর কহব

আসক্তি-রহিত”, “সম্বন্ধ-সহিত”,

বিষয় সমুহ সকলিমাধব

 

(১৩)

সেযুক্ত-বৈরাগ্য”, তাহা সৌভাগ্য

তাহাই জড়েতে হরির বৈভব

কীর্ত্তনে যাহার, “প্রতিষ্ঠা-সম্ভার

তাহার সম্পত্তি কেবলকৈতব

 

(১৪)

বিষয়-মুমুক্ষু”, ভোগের বুভুক্ষু,”

দুয়ে ত্যজ মন, দুইঅবৈষ্ণব

কৃষ্ণের সম্বন্ধ”, অপ্রাকৃত-স্কন্ধ,

কভু নহে তাহা জড়ের সম্ভব.

 

(১৫)

মায়াবাদী জন”, কৃষ্ণে তর মন,

মুক্ত অভিমানে সে নিন্দে বৈষ্ণব

বৈষ্ণবের দাস, তব ভক্তি-আশ,

কেন বা ডাকিছ নির্জ্জন-আহব

 

(১৬)

যেফল্গু-বৈরাগী”, কহে নিজেত্যাগী”,

সে না পারে কভু হৈতেবৈষ্ণব

হরিপদ ছাড়ি’, “নির্জ্জনতা বাড়ি

লভিয়া কি ফুল, “ফল্গুসে বৈভব

 

(১৭)

রাধা দাস্যে রৈ’, ছাড়িভোগ-অহি,”

প্রতিষ্ঠাশনহেকীর্ত্তন-গৌরব

রাধা-নিত্যজন”, তাহা ছাড়িমন

কেন বা নির্জ্জন-ভজন-কৈতব

 

(১৮)

ব্রজবাসিগণ, প্রচারক-ধন,

প্রতিষ্ঠা-ভিক্ষুক তারা নহেশব

প্রাণ অছে তাঁর, সেহেতু প্রচার,

প্রতিষ্ঠাশা হীন -“কৃষ্ণগাথাসব

 

(১৯)

শ্রীদয়িতদাস, কীর্ত্তনতে আশ,

কর উচ্চৈঈ স্বরেহরিনাম-রব

কীর্ত্তন-প্রভাবে, স্মরণ স্বভাবে,

সে কালে ভজন-নির্জ্জন সম্ভব

 

UPDATED: October 3, 2015