http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home Song Lyrics B

Song Name: Bolo Hari Bolo

Official Name: Sri Nama Kirtana Song 4

Author: Bhaktivinoda Thakura

Book Name: Gitavali

Language: Bengali

 

A

 

LYRICS:

 

()

বল হরি বল ( বার)

মনের আনন্দে, ভাই, বল হরি বল

বল হরি বল ( বার)

জনমে জনমে সুখে বল হরি বল

 

()

বল হরি বল ( বার)

মানব-জন্ম পেযে, ভাই, বল হরি বল

বল হরি বল ( বার)

সুখে থাকো, দুঃখে থাকো, বল হরি বল

 

()

বল হরি বল ( বার)

সম্পদে বিপদে, ভাই, বল হরি বল

বল হরি বল ( বার)

গৃহে থাকো, বনে থাকো, বল হরি বল

কৃষ্ণএর সংসারে থাকিবল হরি বল

 

()

বল হরি বল ( বার)

অসত্‍-সঙ্গ ছাড়ি’, ভাই, বল হরি বল

বল হরি বল ( বার)

বৈষ্ণব-চরণে পড়িবল হরি বল

 

()

বল হরি বল ( বার)

গৌর-নিত্যানন্দ বল ( বার)

গৌর-গদাধর বল ( বার)

গৌর-অদ্বৈত বল ( বার)

 

UPDATED: September 21, 2015