http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home Song Lyrics B

Song Name: Bhajane Utsaha Bhaktite Visvasa

Official Name: Bhajana Lalasa Song 3

Author: Bhaktivinoda Thakura

Book Name: Saranagati

Language: Bengali

 

A

 

LYRICS:

()

হরি হে!

ভজনে উত্সাহভক্তিতে বিশ্বাস,

প্রেম-লভে ধৈর্য-ধন

ভক্তি-অনুকূলকর্ম-প্রবর্তন,

অসত-সঙ্গ-বিসর্জন

 

()

ভক্তি-সদাচারএই ছয গুন,

নাহিল আমার নাথ!

কেমনে ভজিবতোমার চরণ,

ছাড়িয়া মায়ার সাথ

 

()

গর্হিত আচারেরহিলাম মজি’,

না করিনু সাধু-সঙ্গ

য়ে সাধু-বেশআনে উপদেশি,

বড় মায়ার রঙ্গ

 

()

হেন দশায়অহৈতুকী কৃপা,

তোমার পাইব, হরি!

শ্রী-গুরু-আশ্রয়েডাকিব তোমায়,

কবে বা মিনতি করি

 

UPDATED: January 5, 2017