http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home Song Lyrics B

Song Name: Baraja Vipine Jamuna Kule

Official Name: Sri Radhikastaka Song 6

Author: Bhaktivinoda Thakura

Book Name: Gitavali

Language: Bengali

 

A

 

LYRICS:

()

বরজ-বিপিনেজমুনা-কূলে

মঞ্চ মনোহরশোভিত ফুলে

 

()

বনস্পতি-লতাতুষয়ে আঁখি

তদ উপরি কত ডাকয়ে পাখী

 

()

মলয় অনিলবহয়ে ধীরে

অলি-কুল মধু-লোভেয়ে ফিরে

 

()

বাসন্তীর রাকাউডুপ তদা

কৌমুদী বিতরে আদরে সদা

 

()

এমত সময়েরসিক-বর

আরম্ভিল রাসমুরলী-ধর

 

()

শত-কোটী গোপীমাঝেতে হরি

রাধা-সহ নাচেআনন্দ করি

 

()

মাধব-মোহিনীগাইয়া গীত

হরিল সকলজগত-চিত

 

()

স্থাবর-জঙ্গমমোহিলা সতী

হারাওল চন্দ্রা- বলীর মতি

 

()

মথিয়া বরজ-কিশোর-মন

অন্তরিত হয় রাধা তখন

 

(১০)

ভকতিবিনোদপরমাদ গণে

রাস ভাঙ্গল (আজি) রাধা বিহনে

 

UPDATED: August 15, 2017