http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home Song Lyrics A

Song Name: Antare Nitai Bahire Nitai

Official Name: None

Author: Vrndavana Dasa Thakura

Book Name: Nityananda Caritamrta

Language: Bengali

 

A

 

LYRICS:

(অস্থয়ী)

অন্তরে নিতাই বাহিরে নিতাই নিতাই জগতময়

নাগর নিতাই নাগরি নিতাই কথা যে কয়

 

()

সাধন নিতাই ভজন নিতাই নিতাই নয়ন

তারা দশদিক ময় নিতাই সুন্দর নিতাই ভুবন ভরা

 

()

রাধার মাধুরি অনঙ্গ মঞ্জরী নিতাই নিতু সে সেবে

কোটি শশধর বদন সুন্দর সখা সখী বলদেবে

 

()

রাধার ভগিনি শ্যামসোহাগিনী সব সখীগণ প্রাণ

যাঁহার লাবরি মন্দপ সাজনি শ্রী মণি মন্দির নাম

 

()

নিতাই সুন্দর যোগপীঠ ধরে রত্ন সিংহাসন সেজে

বসন নিতাই ভুষন নিতাই বিলসে সখীর মাঝে

 

()

কি কহিব আর নিতাই সবার অঁখি মুখ সব অঙ্গ

নিতাই নিতাই নিতাই নিতাই নিতাই নুতর রঙ্গ

 

()

নিতাই বলিয়া দুবহু তুলিয়া চলিব ব্রজের পুরে

দাস বৃন্দাবন এই নিবেদন নিতাই না ছাড়ো মোরে

 

UPDATED: January 30, 2017