http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org


Home Song Lyrics A

Song Name: Anadi Karama Phale

Official Name: Sri Siksastakam Song 5

Author: Bhaktivinoda Thakura

Book Name: Gitavali

Language: Bengali

 

A

 

()

অনাদিকরম-ফলে, পডিভবার্ণর জলে,

তরিবারে না দেখি উপায়

এই বিষয়-হলাহলে, দিবা-নিশি হিয়া জ্বলে,

মন কভু সুখ নাহি পায়

 

()

আশা-পাশ-শত-শত, ক্লেশ দেয় অবিরত,

প্রবৃত্তি-ঊর্মির তাহে খেলা

কাম-ক্রোধ-আদি ছয়, বাটপাডে দেয় ভয়,

অবসান হৈল আসিবেলা

 

()

জ্ঞান-কর্ম-ঠগ দুই, মোরে প্রতারীয় লৈ,

অবশেষে ফেলে সিন্ধু-জলে

হেন সময়ে, বন্ধু, তুমি কৃষ্ণ কৃপা-সিন্ধু,

কৃপা করিতোলো মোরে বলে

 

()

পতিত-কিঙ্করে ধরি’, পাদ-পদ্ম-ধুলি করি’,

দেহ ভক্তিবিনোদ আশ্রয়

আমি তব নিত্য-দাস, ভুলিয়া মায়ার পাশ,

বদ্ধ য়ে আছি দয়াময়

 

UPDATED: September 25, 2015